AAP MLA: কুরআন অবমাননা মামলায় দোষী সাব্যস্ত আপ বিধায়ক, ২ বছরের কারাদণ্ড ঘোষণা
পঞ্জাবের মালেরকোটলা জেলার একটি আদালত শনিবার ২০১৬ সালের কুরআন অবমাননা মামলায় দিল্লির মাহারলি এলাকার বিধায়ক নরেশ যাদবকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত জেলা ও সেশন বিচারক পারমিন্দর সিং গ্রেওয়াল শুক্রবার নরেশ যাদবকে দোষী সাব্যস্ত করেন এবং শনিবার রায় ঘোষণা করেন। সেই সঙ্গে নরেশ যাদবকে ১১,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণা করার সময় অভিযুক্ত আপ […]