Rabindra Bharati: পিঠে-বুকে লেখা অশ্লীল শব্দের জের? রবীন্দ্রভারতীতে এবছরও হবে না বসন্ত উৎসব
করোনার দাপট কমে গিয়েছে অনেকটাই। বিধিও শিথিল হয়েছে জেলায় জেলায়। আর তার মধ্যে বসন্তও এসে গেছে। এসেছে পাতাঝড়ার দিন। কিন্তু এবারও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসন্ত উৎসব হবে না। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, করোনার কারণেই বসন্ত উৎসব হবে না বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। এনিয়ে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন, করোনার কারণে এবার বসন্ত উৎসব পালন করা হচ্ছে না। […]