Gaza: ২৩ লাখ মানুষের গাজায় ঢুকেছে ৪৪ হাজার বোতল জল

Unicef

ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং মিশরের মাঝে অবস্থিত রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ৪৪ হাজার বোতল পানি পাঠানোর কথা জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইউনিসেফ বলছে, ৪৪ হাজার বোতল জল বড়জোর একদিনের জন্য ২২ হাজার মানুষ পান করতে পারে ।গাজার জনসংখ্যা প্রায় ২৩ লাখ।ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক […]