Social Media Influencers: তুনিশার পর এ বার লীনা! বাড়ির বারান্দায় ইনস্টা তারকার ঝুলন্ত দেহ উদ্ধার
ছত্তীসগঢ়ের রায়গড়ে টিকটক তারকা (Social Media Influencers) লীনা নাগবংশীর অস্বাভাবিক মৃত্যু। নিজের বাড়ি থেকে উদ্ধার লীনার ঝুলন্ত মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন লীনা। তুনিশা শর্মার দেহ উদ্ধার হয় গত ২৪ ডিসেম্বর, তার তিন-দিনের মাথায় ঘটে যাওয়া এই ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে৷ এই ঘটনার খবর দিয়ে সাংবাদিক বৈঠকে চক্রধর নগর থানার সাব-ইনস্পেক্টর ইঙ্গেশ্বর যাদব বলেছেন, ‘‘রায়গড়ে […]