Raj Kapoor: রাজ কাপুরের ঐতিহ্যবাহী বাংলো অধিগ্রহণ করল গোদরেজ! কী হবে সেখানে?
প্রয়াত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং প্রযোজক রাজ কাপুরের বাংলো অধিগ্রহণ করল গোদরেজ সংস্থা। শুক্রবার গোদরেজ প্রপার্টিজ লিমিটেড জানিয়েছে, বিলাসবহুল আবাসন প্রকল্প তৈরি করতে মুম্বইয়ের চেম্বুরে জায়গা খুঁজছিল তারা। রাজের ঐতিহ্যবাহী বৃহৎ বাংলোটি সে দিক দিয়ে আদর্শ। এই প্রসঙ্গে রাজ কাপুরপুত্র রণধীর কাপুর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ”রণধীর কপুর বলেন, “কপূর পরিবারের কাছে এই বাংলো কতখানি, তা […]