Kartavya Path: এবার দিল্লির রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লেনের নাম পরিবর্তন, ‘পাগলামি’- বললেন মহুয়া
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কর্তব্য পথই জীবনের পথ হওয়া উচিত। এবার সেই তিনিই সিদ্ধান্ত নিলেন, দিল্লির রাইসিনা হিলসের উপরে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট অবধি যে রাস্তার নাম বর্তমানে রাজপথ, তারই নাম পরিবর্তন করা হবে। নতুন নাম হবে ‘কর্তব্য পথ’। উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসে এই রাস্তাতেই কুচকাওয়াজ হয়। কেন্দ্রের […]