এবার সংসদের ‘ঘূর্ণি পিচে স্পিনের’ দায়িত্ব হরভজন! রাজ্যসভার প্রার্থী তালিকায় চমক কেজরির
দিল্লির পর এবার পঞ্জাবে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। ক্ষমতায় এসেই এবার রাজ্যসভায় নিজেদের প্রতিনিধি পাঠাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দল। ৩১ মার্চ পঞ্জাবের মোট পাঁচটি রাজ্যসভার আসনে নির্বাচন হবে (AAP Rajya Sabha Candidate)। সেগুলিতে এত দিন ছিলেন কংগ্রেসের ২, শিরোমনি অকালি দলের ২ ও বিজেপি-র এক প্রার্থী। সেই সমীকরণ বদলে গিয়েছে। পঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭ আসনের […]