Raktabeej: বোলপুরে শ্যুটিং চলছে ‘রক্তবীজ’-এর, লেন্সবন্দী আবীর- মিমিরা
পুজোয় আসতে উইন্ডোজ প্রোডাকশনের নতুন ছবি ‘রক্তবীজ’। আর সেই ছবির শ্যুটিংয়েই বোলপুরে পৌঁছেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সোনাঝুরি জঙ্গলে প্রখর রোদের মধ্যেই শ্যুটিং করতে দেখা গেল মিমি ও আবিরকে। মিমিকে এদিন দেখা গেল কালো টি-শার্ট ও সাদা জগার্সে। অন্যদিকে আবির পরেছিলেন নীল টি-শার্ট ও কালো প্যান্ট। খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি […]