Akshay Kumar: লাগাতার ফ্লপের পর ‘রাম-সেতু’ নিয়ে ময়দানে অক্ষয়, দেখুন নতুন ছবির টিজার
এই নিয়ে চলতি বছরের পাঁচ নম্বর ছবি মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের। এই বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ফ্লপ করেছে। ‘কাঠপুতলি’ সিনেমার মাধ্যমে ওয়েবে ডেবিউ করেছিলেন ‘বলিউডের খিলাড়ি’। তবে সে খেলাও জমাতে পারেননি। তবে তিনি যে আশা ছাড়েননি সেটা তো বোঝাই যাচ্ছে। নবরাত্রির প্রথম দিনে পরের ছবি ‘রাম সেতু’র পোস্টার […]