Ranveer Singh: ইভেন্টে গিয়ে মাটি থেকে ময়লা তুললেন রণবীর,ধেয়ে এল কটাক্ষ
সোমবার, ২০ মার্চ রণবীর সিং হেয়ার ডিজাইনার দর্শন ইয়েওয়ালেকরের স্যালন উদ্বোধন করতে গিয়েছিলেন রণবীর সিং। সেখানে অভিনেতা একেবারে খোশমেজাজে দেখা গেল। তিনি একদিকে যেমন তারকাদের ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠর সঙ্গে মশকরা করেন তেমনই মাটি থেকে আবর্জনা কুড়িয়ে যথাস্থানে সেগুলোকে ফেলেন। অনেকেই তাঁর এই আচরণে মুগ্ধ হয়েছেন। অনেকেই আবার এটাকে স্রেফ পাবলিসিটি স্টান্ট বলে মনে করেছেন। রণবীরকে […]