মুসলিম মহিলাদের অপহরণ করে ধর্ষণের হুমকি ‘সাধু’র! ছ’দিন কেটে গেলেও ঘুমিয়ে যোগীর পুলিশ
হিন্দু মহিলাদের এক নির্দিষ্ট সম্প্রদায়ের পুরুষরা হেনস্থা করলে পাল্টা ওই সম্প্রদায়ের মহিলাদের ধর্ষণ করার নিদান জারি করা হয়েছে। এই বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল। এক হিন্দু মহন্তের এই হুঙ্কার ঘিরে জোর শোরগোল যোগীর রাজ্যে। উত্তরপ্রদেশের খাইরাবাদ শহরের মহর্ষি শ্রী লক্ষ্মণ দাস আশ্রমের মহন্ত বজরং দাস মুনি এই হুঁশিয়ারি দিয়েছেন। যদিও এরপরও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। […]