Ravish Kumar: ‘সাংবাদিকতার ভষ্মযুগ… সব গোদি মিডিয়া’, NDTV ছেড়ে নিজের ইউটিউব চ্যানেল ঘোষণা রাবিশের
![ravish kumar](https://www.thenewsnest.com/wp-content/uploads/2022/12/ravish-kumar.jpeg)
২৬ বছর পর এনডিটিভি ছাড়লেন সাংবাদিক রবিশ কুমার (Ravish Kumar)। মঙ্গলবারই এনডিটিভির ২৯ শতাংশ শেয়ার হস্তান্তর হয় আদানিদের হাতে। এরপরই বুধবার প্রণয় রায় এবং রাধিকা রায় এনডিটিভির প্রোমোটার সংস্থা থেকে ইস্তফা দেন। আর এরপরই সাংবাদিক রবিশ কুমারও পদত্যাগ করেন। এরপরই নিজের ইউটিউব চ্যানেলে রবিশ কুমার ভিডিয়ো পোস্ট করে বলেন, ‘ভারতের সাংবাদিকতায় কোনওদিনই স্বর্ণযুগ ছিল না, […]