Coke Studio Bangla: ভিউ প্রায় ৮.৮ মিলিয়ন! আঞ্চলিক ভাষার জাদু ‘কোক স্টুডিয়ো বাংলা’য়

MURIR TIN

বাংলা গানকে আন্তর্জাতিক মানচিত্রে নতুন ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল ‘কোক স্টুডিয়ো বাংলা’। ‘চিলতে রোদ’, ‘দখিন হাওয়া’, ‘সব লোকে কয়’-এর মতো ভিন্ন ধারার গান পরিবেশন করে প্রথম সিজনেই শ্রোতাদের মন জয় করেছিল এই অনুষ্ঠান। মূলত বাংলাদেশে তৈরি হওয়া এই সিরিজ পরিবেশনার মূল দায়িত্বে ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সায়ন চৌধুরী অর্ণব। দ্বিতীয় সিজনে ‘মুড়ির টিন’ […]