রিলায়েন্সের দু’টি সংস্থা ছাড়তে বাধ্য হলেন Anil Ambani! ব্যাপারটা কী?
রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি। সম্প্রতি সেবি নির্দেশ দিয়েছিল, তাদের তালিকভুক্ত কোনও সংস্থার পদে থাকতে পারবেন না অনিল। সেই মতোই শুক্রবার দুটি সংস্থা থেকেই পদত্যাগ করেছেন ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানির ভাই অনিল। রিলায়েন্স পাওয়ার বিএসই-তে জানিয়েছে,’অনিল আম্বানি, অ-নির্বাহী পরিচালক সেবি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ […]