Elephant Safari : উত্তরবঙ্গের জঙ্গলে ঘোরার খরচ বাড়াল বনদপ্তর, পুজোর আগেই বড় সিদ্ধান্ত
পুজোর আগে বাড়ল বনভ্রমণের খরচ। শুধু এন্ট্রি ফি-ই নয়, বাড়ানো হয়েছে বিভিন্ন সাফারি ও গাইডের খরচও। ১৬ সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলে যাচ্ছে জঙ্গল। সেদিন থেকেই নতুন খরচ কার্যকর হবে। একইসঙ্গে গরুমারার জঙ্গলে পুনরায় হাতি সাফারি চালু হতে চলেছে। ফলে পুজোর মরশুমে সেখানে পর্যটকদের ভিড় বাড়বে বলেই আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। তবে, বাড়তি খরচ নিয়ে আশঙ্কাও […]