RG Kar: ‘বিচার’ চেয়ে এ বার ফেসবুক পেজ খুললেন আরজি করে নির্যাতিতার বাবা-মা, থাকবেন শুক্রবারের জুনিয়রদের মিছিলেও

rg kar

৮ অগস্ট থেকে ৫ ডিসেম্বর। দেখতে দেখতে প্রায় ৪ মাস অতিক্রান্ত। এখনও আরজি কর কাণ্ডের সুরাহা না হওয়ায় এবার বিচার চেয়ে ফেসবুকে পেজ খুললেন নির্যাতিতা চিকিৎসকের মা ও বাবা।  ‘ট্রুথ অ্যান্ড জাস্টিস: ভয়েস অফ আরজি কর ভিক্টিম’ নামক ওই পেজের শুরুতেই নির্যাতিতার মা বাবা জানিয়েছেন, বিচার চাইতে, নিজেদের যন্ত্রণার কথা জানাতে, আর যেন এরকম ঘটনা […]