Howrah Station: প্ল্যাটফর্মেই জন্ম, উপহারের ডালি সাজিয়ে গণেশের ‘মুখে ভাত’ দিল GRP

এক পথশিশুর অন্নপ্রাশন অনুষ্ঠান হল হাওড়া স্টেশনে। চাইল্ড লাইন ও হাওড়া জিআরপি-র উদ্যোগে এই অনুষ্ঠান হল। হাওড়া স্টেশনে এই প্রথম কোনও পথশিশুকে মুখে ভাত খাওয়ানো হল। ব্যস্ততম হাওড়া স্টেশনে এই দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলেন যাত্রীরাও। উদ্যোগকে জানালেন সাধুবাদ। মাস সাতেক আগে হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে পুত্র সন্তানের জন্ম দেন টুম্পা দাস। সন্তান জন্মের আগেই […]