Rice price: চালের দাম বাড়ছেই, জানিয়ে দিল কেন্দ্র; চিন্তা বাড়ল আম আদমির
পুজো মুখেই খারাপ খবর। দাম বাড়তে চলেছে চালের। স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের। কারণ এখন প্রায় সমস্ত জিনিসের দামই আকাশছোঁয়া। সেই আবহে চালের দাম বাড়লে তা আরও চিন্তার। জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। এবার তাতে সিলমোহর দিল খোদ কেন্দ্রীয় সরকার। খাদ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী দিনে বাড়বে চালের দাম। ঘাটতি পুষিয়ে না উঠতে পারলে এই দাম […]