সুনকের সঙ্গে মোদির সাক্ষাৎ সম্ভাবনা আগামী মাসেই, হতে পারে বৈঠকও
ব্রিটেনের মসনদে বসেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak)। উচ্ছ্বসিত ভারতীয়রাও। অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীও (British Prime Minister)। এবার তাঁর সঙ্গেই সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী মাসেই মুখোমুখি হতে চলেছেন মোদী-সুনক। তবে ভারত কিংবা ব্রিটেনে নয়। এই সাক্ষাৎ হবে ইন্দোনেশিয়ার বালিতে (Bali Indonesia)।সেখানে G-20 সামিটে দুই দেশের প্রধানমন্ত্রীরই উপস্থিত থাকার কথা রয়েছে। প্রথম ভারতীয় বংশোদ্ভূত […]