Robbery: দুই শহরে একই সংস্থার গয়নার শোরুমে একই সময়ে ডাকাতি! পুলিশের সঙ্গে গুলির লড়াই

SENCO

 রাজ্যের দুই প্রান্তে সোনার নামী বিপণির দুই দোকানে দুঃসাহসিক ডাকাতি। একদিকে পুরুলিয়ার নামো বাজার এলাকার দোকান থেকে ৮ কোটি মূল্যের সোনার গয়না লুট করা হয়েছে। তো অন্যদিকে নদিয়ার রানাঘাটে একই কায়দায় ডাকাতি হয়। সেখানে কত টাকার গয়না খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে রানাঘাটে ডাকাতি করতে এসে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় চারজনকে আটকও […]