Lionel Messi: মেসিকে কালো আলখাল্লা উপহার কাতারের রাজার, কিন্তু কেন?
বিশ্বকাপ হাতে তুলে দেওয়ার আগে কাতারের রাজা লিয়নেল মেসিকে (Lionel Messi) পরিয়ে দিলেন কালো রঙের আলখাল্লা। আরব দেশগুলিতে এই আলখাল্লা অতি পরিচিত। ট্রফি দেওয়ার আগে মেসিকে কেন আলখাল্লা পরালেন রাজা, তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। এই আলখাল্লা পরানোর অর্থ কী? অনেকেই জানতে চেয়েছেন কাতারিরা আর্জেন্তিনার অধিনায়ককে কী পোশাক পরিয়েছিলেন? এই পোশাককে ‘বিশ্ত’ বলা হয়। এটি […]