Rupee Hits Low: ডলারের তুলনায় রেকর্ড পতন টাকার! রাত থেকেই কি আরও দামি পেট্রল-ডিজেল?

রেন্দ্র মোদী সরকারের মেয়াদে এ বার ভারতীয় মুদ্রার চরম অবমুল্যায়ন ঘটল। ডলারর বিনিময়ে টাকার দাম সোমবার সকালে পৌঁছে গেল ৭৭.৪২ টাকায়। এত কম কোনওকালে হয়নি। মুদ্রার (Rupee) অবমূল্যায়নকে এক সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বয়সের সঙ্গে তুলনা করে টিপ্পনি কাটত বিজেপি। বলত বাজপেয়ী জমানায় ডলারের বিনিময়ে ভারতীয় মুদ্রার (Rupee) দাম ছিল ৪১ টাকা, যা রাহুল […]