Ruplekha Mitra: নুসরতের পর ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডি-র তলব আরও এক নায়িকাকে! কে তিনি?

NUSRAT

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় ইডি তলব করেছে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে। আগামী সপ্তাহে হাজিরা দিত হবে নুসরতকে, খবর ইডি সূত্রের। এর মাঝেই এই মামলাতেই তদন্তকারী সংস্থা ডেকে পাঠালো আরও এক অভিনেত্রীকে। নাম রূপলেখা মিত্র। ইডি সূত্রে খবর, যে সংস্থার মাথায় ছিলেন রাকেশ সিং এবং নুসরত, ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন রূপলেখাও।আনন্দবাজার অনলাইকে রূপলেখা জানালেন, ২০১১ […]