নিহত আনিস খানের ভাই এর উপর হামলা , রক্তাক্ত সলমন ভর্তি এসএসকেএমে
হাওড়ায় নিহত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) খুড়তুতো ভাইকে ধারাল অস্ত্রের কোপ এবং খুনের চেষ্টার অভিযোগ উঠল । শুক্রবার রাত ১২.৪৫ মিনিট নাগাদ আমতায় বাড়ির সামনেই আক্রান্ত হন বছর ২৪-এর সলমন খান। আনিস খান হত্যাকাণ্ডের মামলায় অন্যতম সাক্ষী এই সলমন খান (Salman Khan)।একাধিক কোপ মারা হয় তাঁকে। এমনটাই জানিয়েছেন আনিসের দাদা সাবির খান। শুক্রবার বেশি […]