RSS: বিবাহ একমাত্র বিপরীত লিঙ্গেই সম্ভব, কেন্দ্রের সঙ্গে সহমত আরএসএস
সমকামী বিবাহের বিষয়ে কেন্দ্রের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। মঙ্গলবার জানিয়েছেন, আরএসএস-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। তিনি বলেছেন, “বিবাহ শুধুমাত্র বিপরীত লিঙ্গের ব্যক্তিদের মধ্যেই হতে পারে। সঙ্ঘ সমকামী বিবাহের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত।” ২০১৮ সালে সুপ্রিম কোর্টের রায়ের পর ভারতে সমলিঙ্গ সম্পর্ক খাতায় কলমে আর ‘বেআইনি’ নয়। তবে সমলিঙ্গ বিবাহের কোনও […]