Sand Mafia: তল্লাশি করতে যাওয়া মহিলা ইনস্পেক্টরকে বেধড়ক মার, হিঁচড়ে নিয়ে গেল বালি মাফিয়ারা
বিহারে বালিকে ‘হলুদ সোনা’ বলা হয়৷ আর সেই ‘হলুদ সোনা’ দিয়ে কামাই ও হয় মোটা৷ নিজেদের কোটি কোটি টাকার রোজগারের যোগান যাতে থাকে তার জন্য বালি মাফিয়ারা কোনও কিছু করতেই পিছপা হন না৷ এই বালি মাফিয়াদের কুকীর্তির কথা ফের একবার প্রকাশ্যে এসেছে একটি ভাইরাল ভিডিও-র সুবাদে৷ ঘটনাটি সোমবারের। অনেক দিন ধরেই অবৈধ বালিপাচার এবং ওভারলোডিংয়ের […]