Lok Sabha Election 2024: ঝাড়গ্রামে বক্তৃতার শেষে ছিঁড়ল চপ্পল, মমতা বললেন: সেফটি পিন লাগিয়ে নেব

৩১ মার্চ উত্তরবঙ্গ থেকে সফর শুরু করেছিলেন। ১৭ মে। টানা ৪৮ দিন। উত্তর থেকে দক্ষিণ, রোদ-জলের মাঝে এলাকার পর এলাকায় প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ের চপ্পল আর সেই ধকল নিতে পারল না! শুক্রবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে দলীয় প্রার্থী কালীপদ সোরেনের নির্বাচনী সভায় বক্তৃতা করছিলেন মমতা। বক্তৃতার শেষ লগ্নে আচমকা মুখ্যমন্ত্রীর চপ্পলের ফিতে ছিঁড়ে যায়। স্বগোক্তির সুরে […]