Shamshera Trailer: দস্যুর বেশে ‘ডবল রোল’! তীক্ষ্ণ চাহনিতে ভয় ধরালেন শামসেরা রণবীর
টিজারেই চমকে দিয়েছিলেন রণবীর, ট্রেলারে তিনি ফাটিয়ে দিলেন! শুক্রবার প্রকাশ্যে এল শামশেরা-র ট্রেলার। এই ছবির সঙ্গেই চার বছর পর রুপোলি পর্দায় ফিরছেন রণবীর কাপুর। এই ছবিতে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীরের। বাবা ও ছেলে, দুই ভূমিকাতেই থাকছেন রণবীর। উনবিংশ শতাব্দীর পটভূমিতে তৈরি যশ রাজ ফিল্মসের ‘শামসেরা’ ছবিটি। করণ মালহোত্রা পরিচালিত এই ছবিতে উঠে আসবে একদল […]