Solar Eclipse 2023: মহালয়ায় বছরের শেষ সূর্য গ্রহণ, পিতৃতর্পণে কোনও বাধা নেই তো?
এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ১৪ অক্টোবর ২০২৩ শনিবার। সেদিন গ্রহণ লাগবে রাত ৮টা ৩৪ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে ১৫ অক্টোবর রাত ২টো ২৫ মিনিটে। পঞ্জিকা অনুসারে সেদিন হল আশ্বিন মাসের অমাবস্যা তিথি। এই দিনেই পালিত হবে মহালয়া। এদিন থেকে পিতৃপক্ষের অবসানে শুরু হবে দেবীপক্ষ। এটি হবে বলয়গ্রাস সূর্য গ্রহণ। একে কঙ্কনাকৃতি […]