‘সেনোরিটা’ গানে ফারহানের সঙ্গে উদ্দাম নাচ হৃতিকের! ভাইরাল ভিডিয়ো
বন্ধুর বিয়ে বলে কথা! মন খুলে নাচলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। বরের বেশে ছন্দ মিলিয়ে তাঁকে সঙ্গ দিলেন ফারহান আখতার (Farhan Akhtar)। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র ‘সেনোরিটা’ গানের তালে নাচলেন দুই বন্ধু। তাঁদের এই যুগলবন্দির সাক্ষী থাকলেন নিমন্ত্রিতরা। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। ছবিতে ইমরান ও অর্জুন নামে পুরনো বন্ধুর ভূমিকায় অভিনয় […]