Kolkata Film Festival: ‘দিদি’র ডাকে সাড়া ভাইজান-এর! কলকাতার স্টেজে এবার শাহরুখ-সলমন একত্রে
পুজোর রেশ কাটতে না কাটতেই, নতুন করে উৎসবের মেজাজে মাতবে কলকাতাবাসী। কারণ শুরু হচ্ছে বাঙালির আরেক প্রিয় উদযাপন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর মাত্র কয়েকদিন বাকি। যা শুরু হচ্ছে ৫ ডিসেম্বর থেকে। সরকারি সূত্র মারফৎ খবর, ‘দিদি’র ডাকে সাড়া দিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকছেন ভাইজান সলমন। মে মাসেই দীর্ঘ ১৩ বছর পর […]