Shamshera: ‘স্বাধীনতা জিতে নিতে হয়’, ‘শামশেরা’ হয়ে পর্দায় ফিরছেন রণবীর, দেখুন টিজার
শেষবার রণবীর কাপুরকে (Ranbir Kapoor) পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে। সঞ্জয় দত্তর বায়োপিক ‘সঞ্জু’র পর বছর চারেক গড়ালেও এখনও পর্যন্ত মুক্তি পায়নি কাপুর-নন্দনের নতুন কোনও সিনেমা। ওদিকে মুক্তির অপেক্ষায় দিন গুণছে ‘ব্রহ্মাস্ত্র’। তবে এবার ‘সামশেরা’ (Shamshera) নিয়ে পর্দায় প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন অভিনেতা। শুক্রবারই মুক্তি পেল সিনেমার টিজার। যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে […]