Pori Moni: টিকল না পঞ্চম বিয়েও! রাজকে ডিভোর্সের নোটিস পাঠালেন পরীমণি

pori

শরিফুল রাজকে বিচ্ছেদের চিঠি পাঠালেন পরীমণি। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর গত ১৮ সেপ্টেম্বর রাজকে বিচ্ছেদের চিঠি পাঠিয়েছেন নায়িকা। পারিবারিক সূত্রে জানানো হয়েছে এমনটাই। যদিও এ বিষয়ে নায়ক কিংবা নায়িকা কেউ-ই মুখ খোলেননি। তবে এ প্রসঙ্গে মুখ খুলেছেন পরীর আইনজীবী মহম্মদ শাহীনুজ্জামান। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘যুগান্তর’-এর প্রতিবেদন অনুযায়ী, নায়িকার আইনজীবী জানিয়েছেন, রাজের আচরণে অতিষ্ঠ হয়ে […]