Shatarup Ghosh: বিয়ে করলেন বাম ‘হার্টথ্রব’ শতরূপ, সাক্ষী হিসেবে স্বাক্ষর বিমান বসুর
ধর্মীয় রীতি আচার নয়, খাতায় কলমে সই সাবুদ করে বিয়ে সারলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)-পহেলী সাহা। বিয়ের নথিভুক্তিকরণের সাক্ষী থাকলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রুবি হাসপাতালের কাছে বিষ্ণু বিজলী গার্ডেনে বসেছিল বিবাহের আসর। বিবাহের অনুষ্ঠানে বিমান বসু ছাড়াও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত-সহ সিপিআইএম-এর বহু নেতা-নেত্রীই উপস্থিত […]