Draupadi Murmu: মন্দির ঝাঁট দিয়ে দিন শুরু দ্রৌপদীর, রাষ্ট্রপতি প্রার্থী হয়েই জেড প্লাস নিরাপত্তা,
মন্দির প্রাঙ্গণ ঝাঁট দিচ্ছেন এনডিএ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (NDA Presidential Candidate Draupadi Murmu Sweeps Shiv Temple Floor in Rairangpur) ৷ সংবাদ সংস্থা এএনআই এমনই ভিডিয়ো পোস্ট করেছে ৷ এনডিএ তাঁকে রাষ্ট্রপতি পদে মনোনীত করার পর দ্রৌপদী মুর্মু ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রাইরাংপুরের এক শিবমন্দিরে পুজো দিতে যান ৷ সেখানেই মন্দির প্রাঙ্গণ পরিস্কার করেন ঝাড়খণ্ডের […]