আন্তর্জাতিক মঞ্চে দাপট বঙ্গকন্যার, শুটিং বিশ্বকাপে সোনা জয় বৈদ্যবাটির মেহুলির
শুটিং বিশ্বকাপে (ISSF Shooting World Cup) সোনাজয় ভারতের। সুদূর দক্ষিণ কোরিয়ার চাঙ্গোন প্রদেশে দেশের মুখ উজ্জ্বল করলেন বৈদ্যবাটির মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। মেহুলি এবং শাহু তুষার মানের (Shahu Tushar Mane) জুটি ভারতকে এনে দিল দ্বিতীয় পদক। ১৭-১৩ পয়েন্টে হারিয়ে দিয়েছেন হাঙ্গেরির জুটিকে। এর আগে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারতের পলক এবং শিব […]