Shootout in Train: মুখে যোগী-মোদীর নাম, বেছে বেছে মুসলিমদেরই খুন! ট্রেনে RPF-র গুলিকাণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য
সাতসকালে জয়পুর-মুম্বই এক্সপ্রেসে শুটআউটের (Shootout) ঘটনায় বিস্ফোরক দাবি পূর্ব রেলের আইজি, আরপিএফ পরম শিবের। যে পরিস্থিতিতে আরপিএফ (RPF) কনস্টেবল গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছে, তার তীব্র নিন্দা করে অভিযুক্তের মুসলিম বিদ্বেষী মনোভাবের কথা উল্লেখ করেছেন তিনি। গোটা ঘটনার বর্ণনা দিতে গিয়ে আইজি, আরপিএফ জানান, গুলি চালানোর সময়ে যোগী, মোদির নাম উচ্চারণ করেছিলেন অভিযুক্ত কনস্টেবল। তাঁর […]