Sikkim Avalanche: সিকিমে ভয়াবহ তুষারধস, মৃত্যু কমপক্ষে ৭ জনের, বহু পর্যটক আটকে থাকার আশঙ্কা
সিকিমের নাথুলায় ব্যাপক তুষার ধস। শেষ খবর পাওয়া পর্যন্ত বরফের গভীর উপত্যকা থেকে ৭ জন-সহ এখনও পর্যন্ত ২২ পর্যটককে উদ্ধার করা হয়েছে। দুর্ভাগ্যক্রমে ৭ জনের মৃত্যু হয়েছে। বহু পর্যটক সেই তুষার ধসে আটকে পড়েছেন। বর্ডার রোড অর্গানাইজেশনের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। সোমবার রাত থেকে দফায়-দফায় তুষারপাত চলছে পূর্ব সিকিমের নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু […]