Sikkim Disaster: মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান, সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়
ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সিকিমে (Sikkim)। উত্তর সিকিমের (North Sikkim) লোনাক হ্রদের উপর মেঘভাঙা বৃষ্টির (Cloudburst) জেরেই ঘটেছে বিপত্তি। ভেঙে গিয়ে চুংথাম বাঁধ। ফুঁসছে তিস্তা নদী (Teesta River)। অস্বাভাবিক হারে বেড়েছে জলস্তর। প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে রাস্তাঘাট, বাড়িঘর। বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে বিস্তীর্ণ এলাকায়। বানভাসি (Flash Flood) হয়েছে সুবিশাল এলাকা। হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষতি […]