Silvio Berlusconi: প্রয়াত যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী বারলুসকোনি
মারণ ক্যান্সারের কাছে শেষ পর্যন্ত হার মানতে হলো ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে। সোমবার মিলানের সান রাফায়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৮৬ বছর বয়সী মিডিয়া ব্যরন কাম রাজনীতিবিদ। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেতো বলেছেন, ‘সিলভিও বারলুসকোনির মৃত্যুতে একটি যুগের অবসান ঘটেছে। তাঁর মৃত্যু দেশের পক্ষে অপূরণীয় ক্ষতি।’ একসময়ে […]