PV Sindhu: সিন্ধু গর্জনে ভাঙল চিনের প্রাচীর, প্রথমবার জিতলেন সিঙ্গাপুর ওপেন
সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হলেন ভারতের পিভি সিন্ধু। ফাইনালে ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে তিনি হারালেন চিনের ওয়াং ঝি ই-কে। সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সুইস ওপেনের পর ২০২২ সালের তৃতীয় খেতাব জিতলেন সিন্ধু। প্রথম বার জিতলেন সিঙ্গাপুর ওপেন। সিঙ্গাপুর ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে চিনের ওয়াং ঝি ই-র বিরুদ্ধে নামেন সিন্ধু। প্রথম সেটে ২১-৯ এ এগিয়ে যান […]