Ajay Devgan: সিংঘম-এর সেটে মারাত্মক দুর্ঘটনা, চোট পেলেন অজয় দেবগন
“সিংহম এগেইন”-এর সেটে চোট পেলেন বলিউড সুপারস্টার অজয় দেবগণ । ভিলে পার্লেতে একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করছিলেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, কোরিওগ্রাফ করা একটি যুদ্ধের দৃশ্য অভিনয় করার সময়, ভুলবশত অজয়ের চোখে আঘাত লাগে। জানা যাচ্ছে, আচমকা ব্যথা পাওয়ায় কয়েক ঘন্টার জন্য বিরতি নিয়েছিলেন অভিনেতা। সেটেই এখন ডাক্তার এসে চিকিৎসা করেন অজয়ের। সেই সময় রোহিত শেট্টি বাদবাকিদের […]