Mother: মাতাল স্বামীর সঙ্গে ঝগড়া করে ৬ সন্তান নিয়ে কুয়োতে ঝাঁপ, পরে উঠে এলেন মা!
সোমবার সন্ধ্যায় ২০ ফুট গভীর কুয়োতে ছয় সন্তানকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ৬জনের মধ্যে পাঁচজন কন্যা ও একজন পুত্র সন্তান। পুলিশ ইতিমধ্য়েই অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে। ধৃতের নাম রুনা চিকুনা সাহানি। সোমবার রাতে মহারাষ্ট্রের রায়গড় জেলার মাহাড়ের ঘটনা।তার সন্তানদের বয়স দেড় বছর থেকে ১০ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, সন্তানদের কুয়োতে ফেলে তিনিও […]