Recruitment Protest: এমএলএ হস্টেলের দরজা আটকে দিলেন স্কুলের চাকরিপ্রার্থীরা, আটকে বিধায়কেরা
বুধবার সকালে কিড স্ট্রিটে এমএলএ হোস্টালের সামনে ধুন্ধুমার কাণ্ড। হোস্টেল গেট আটকে বিক্ষোভে দেখালেন এমএলএ হস্টেলেরই গেট আটকে বিক্ষোভ দেখলেন ২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীরা। তাঁদের সরাতে গিয়ে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে। চাকরীপ্রার্থীদের অভিযোগ তাঁরা প্রায় ৯০০ দিনে ধরে আন্দোলন করছেন। অথচ তাঁদের নিয়ে বিধানসভায় একটি শব্দও খরচ করা হয়নি। কোনও আলোচনা হয়নি। […]