Golf Green kolkata : গল্ফগ্রিনের ভ্যাটে মহিলার কাটা মুন্ড, স্নিফার ডগ নিয়ে তল্লাশি
শুক্রবার সাতসকালে গল্ফগ্রিনের (Golf Green kolkata)একটি আবর্জনার স্তূপে পাওয়া গেল কাটা মুন্ডু। পরে সেটি যে এক মহিলার তা নিশ্চিত হয় পুলিশ।এ দিন সকালে প্রাতঃভ্রমণকারীরা আবর্জনার স্তূপের কাছে কয়েকটি কুকুরকে ঘোরাফেরা করতে দেখেন। একটি প্লাস্টিকের আশেপাশে কিছুর অস্তিত্ব তাদেরই প্রথমে নজরে আসে। সন্দেহ হওয়ায় তাঁরা ওই প্লাস্টিকটিতে কী আছে দেখতে যান, চমকে ওঠেন, তাতে ছিল কাটা […]