Bomb cyclone: ‘বম্ব সাইক্লোন’-এ বিধ্বস্ত আমেরিকা! নিউইয়র্কসহ ৫ রাজ্যে জরুরি অবস্থা জারি

শীতকালীন ঝড়ের ভয়াবহ রূপে কার্যত ত্রস্ত গোটা পূর্ব আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব প্রান্তে, শনিবার ভয়াবহ তুষার ঝড় বয়ে যায়। যা কার্যত ‘তুষার বোমা’ হয়ে উঠেছিস। মার্কিন মুলুকের শক্তিশালী তুষারঝড়গুলির তালিকায় পড়ছে শনিবারের ঝড়টিও। ‘বম্ব সাইক্লোন’— প্রাকৃতিক বিপর্যয়টিকে এই নামেই অভিহিত করছেন আবহবিদেরা। কারণ এই ঝড়ের মধ্যে রয়েছে বিস্ফোরণর সমান ক্ষমতা। বায়ুমণ্ডলের চাপ কমার দরুণ এমন […]