Sooryavansham: বিষাক্ত ক্ষীর খাওয়ার দিন শেষ, সেট ম্যাক্সে আর নেই ‘সূর্যবংশম’
সেট ম্যাক্স চ্যানেলের এর কাল্ট ছবি ‘সূর্যবংশম’। বছরের পর বছর ধরে সপ্তাহের প্রায় প্রতিটি উইকেন্ডে সেট ম্যাক্স খুললেই দেখা যায় এই ছবিটি। অনেকেই বলেন- ‘সূর্যবংশম সেট ম্যাস্কে চলে না, সেট ম্যাক্স চলে সূর্যবংশম-এর উপর ভর করে’। বিষ মেশানো ক্ষীর খেয়ে মরতে বসেছিল অমিতাভ বচ্চন ‘সূর্যবংশ’ ছবির এই দৃশ্য দেখননি এমন সিনেপ্রেমী খুবই পাওয়া যাবে। তবে […]