Sovan-Ratna Divorce Case: বৈশাখীকে পাশে নিয়ে আদালতে শোভন, এলেন রত্নাও, আবার চলল বাদানুবাদ
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ মামলায় এজলাস বদল হল বুধবার। আলিপুর আদালতের ৬ এডিজির এজলাস থেকে মামলা সরল জেলা জজ কোর্টের এজলাসে। আর এ নিয়েই আদালতের বাইরে দু’জন দু’জনকে বিঁধলেন শোভন ও রত্না। বুধবার বিচ্ছেদ মামলার কারণে ফের আদালতে উপস্থিত হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় […]