Srabanti: পুরভোটের প্রচারে শ্রাবন্তী, পদ্মফুল ছেড়ে পাকাপাকি জোড়াফুলেই?
পরনে নীল-সাদা সালোয়ার-কামিজ। এই সাজেই বুধবার তিনি বহরমপুরে পুরভোট উপলক্ষে সেখানকার তৃণমূল প্রার্থীর রোড শো-তে অংশ নিয়েছিলেন। শোনা যাচ্ছে, সেখানেই তিনি নাকি জানিয়েছেন, তিনি জোড়াফুলেই আছেন! গত নভেম্বরে টুইটে শ্রাবন্তী বিজেপি ছাড়ার কথা জানান। তাঁর অভিযোগ, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’ ওই মাসেই বাসন্তীতে শাসক দলের […]