Gujarat Steel Road: ভারতে প্রথম! গুজরাটে তৈরি হল স্টিলের রাস্তা

steel

দেশের ইতিহাসে এই প্রথম। দীর্ঘ গবেষণার পর গুজরাটে তৈরি হল স্টিলের তৈরি রাস্তা। যার নাম দেওয়া হয়েছে ‘গুজরাট স্টিল রোড’। সুরাটের হাজিরা শিল্পাঞ্চল এলাকায় এই রাস্তা তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, দেশে প্রতি বছর বিভিন্ন স্টিল প্ল্যান্ট থেকে ১৯ মিলিয়ন টন বর্জ্য নির্গত হয়‌। সেই বর্জ্যগুলিকে এবার পুনর্ব্যবহার করে রাস্তা তৈরি করল কেন্দ্র। স্টিল ও নীতি […]